দেশ বিদেশ

ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত ভারতকে ৫ লক্ষ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন। প্রাথমিকভাবে এই ক্ষতি সামলাতে ভারতকে পাঁচ লক্ষ ইউরো দেওয়ার কথা ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন। এটা ঘোষণা করেন ইউরোপীয় ইউনিয়নের বিপর্যয় মোকাবিলা কমিশনার জানেজ নেরাসিস। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বহু মানুষের মৃত্যু হয়েছে এই সাইক্লোন আমফানে যা পূর্ব ভারতের কলকাতার দক্ষিণ-পশ্চিমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তান্ডব চালায় এবং পরে তা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ঢুকে যায়। এর ফলে বহু স্থান‌ বন্যার কবলে পড়েছে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, সেইসব মানুষদের জন্য যারা এই ট্রপিক্যাল সাইক্লোনে ক্ষতিগ্রস্ত বিশেষত তাদের জন্য যারা এই ঘূর্ণিঝড়ে তাদের ভালোবাসার মানুষদের হারিয়েছেন। তিনি ভারত এবং বাংলাদেশ উভয় দেশের প্রতি দুঃখ প্রকাশ করেছেন এ রকম প্রাণহানি ঘটনা ঘটার জন্য । ঝড়ো হাওয়ার কারণে ‌ তছনছ হয়ে গিয়েছে‌ ও ভূমিক্ষয় এবং জলমগ্ন হয়ে গিয়েছে বহু স্থান, বাড়ি এবং পরিকাঠামো নষ্ট হওয়ায় চরমভাবে ব্যাহত জনজীবন। ইউরোপীয় ইউনিয়নের আধিকারিকদের বক্তব্য, তারা অনুভব করতে পারেন বর্তমানে কি চরম অবস্থার মধ্যে‌ দিন কাটাচ্ছেন তাদের ভারত ও বাংলাদেশের বন্ধুরা।