আমফান বিধ্বস্ত এলাকার ৯৪টি পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে ৷ পাশাপাশি ৮৫ শতাংশ টেলি কমিউনিকেশন পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ আজ নবান্ন থেকে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ বিধ্বংসী আমফানে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বহু জেলা ৷ সবথেকে সমস্যা হয়েছে বিদ্যুৎ ও জল সরবরাহের ক্ষেত্রে ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ঘূর্ণিঝড় আমফানে রাজ্যের ১৬টি জেলার ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ৮৬ জন মারা গেছেন ৷ ছ’কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ ত্রাণ শিবিরে ৮ লাখ ১৩হাজার মানুষকে সরানো হয়েছে ৷ এখনও তিন লাখ মানুষ রয়েছেন ত্রাণ শিবিরে ৷ তবে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পরিষেবা স্বাভাবিক করতে আরও সময় লাগবে ৷ ৯৪টি পৌর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ ৫০ লাখ জলের পাউচ বিলি করা হয়েছে ৷’’স্বরাষ্ট্রসচিব জানান, সমস্ত জাতীয় ও রাজ্য সড়ক খোলা হয়েছে ৷ বিদ্যুতের ক্ষেত্রে প্রায় ৬০ শতাংশ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে ৷ দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে পূজালী ও ভাঙড়ের কিছু অংশ বাদে বাকি সব জায়গায় সমস্তরকম পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ তিনি আরও জানান, ‘‘CESC আমাদের জানিয়েছে, বেহালা-চৌরাস্তা-রামগড় এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে ৷’’