উত্তর সীমান্তে ক্রমশই সেনা বাড়াচ্ছে ভারত। পাশাপাশি তৈরি হচ্ছে প্রতিবেশী দেশ চিনের ক্রমাগত উস্কানিমূলক আচরণের জবাব দিতে। সূত্রের খবর, পারমানবিক শক্তিধারী দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু কোনও সমাধান সূত্র বার হয়নি। এই পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে ভারত চিন সীমান্তের উত্তেজনা। চিন ইতিমধ্যেই লাদাখ সীমান্তে প্রায় ৫ হাজার সৈন্য মোতায়েন করেছে। একইসঙ্গে যুদ্ধযানও জড়ো করা হয়েছে। যারমধ্যে যুদ্ধবিমান, ট্যাঙ্কারও রয়েছে বলে সূত্রের খবর। ভারতী সেনার এক আধিকারিক জানিয়েছেন সমসখ্যক সেনা মোতায়েন করেছে ভারতও। চিনের ক্রমাগত আক্রমণ বন্ধ করতে ভারতীয় সেনাদের হাতেও আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে। সূত্রের খাবর ভারত চিন সীমান্ত বরাবর লাদাখের বিস্তীর্ণ এলাকায় জুড়েই টহল বাড়িয়েছে ভারতীয় সেনা।