দেশ

পঙ্গপালের জেরে ১৬টি রাজ্যে জারি হয়েছে অ্যালার্ট

এবার উত্তর এবং মধ্য ভারতের আতঙ্কের নতুন নাম পঙ্গপাল। কোটি কোটি পঙ্গপাল ঢুকেছে দেশে। মোট ১৬টি রাজ্যে সতর্কতা জারি করেছে সরকার। দিল্লিতেও জারি হয়েছে অ্যালার্ট। বিশেষজ্ঞরা বলছেন, গত ২৭ বছর এই প্রথম পঙ্গপালের উত্‍পাতে আগামী দিনে ভয়াবহ অবস্থা দেখতে চলেছেন রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাত এবং মহারাষ্ট্রের চাষিরা। এছাড়া হরিয়ানা, হিমাচলপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্নাটকেও পঙ্গপালের হানার সতর্কতায় জারি হয়েছে অ্যালার্ট। রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) জানিয়েছে, হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিহার এবং ওড়িশাতেও প্রবেশ করতে পারে পঙ্গপালের দল। ইতিমধ্যেই বায়ুসেনার কপ্টারে করে রাসায়নিক ছড়ানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও ১১টি মনিটরিং স্টেশন তৈরি হয়েছে। যেখান থেকে সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখবেন পর্যবেক্ষকরা। পঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরও অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করছে সরকার।