দেশ

করোনা ভাইরাস ধ্বংসে মন্দিরে নরবলি পুরোহিতের

উড়িষ্যাঃ করোনা ধ্বংস করতে হলে দেবতাকে সন্তুষ্ট করতে হবে, আর সেজন্য দিতে হবে নরবলি। স্বপ্নে পাওয়া এমন নির্দেশে মন্দিরের ভেতর এক ব্যক্তিকে বলি দিলেন এক পুরোহিত। ভয়াবহ এমন ঘটনা ঘটেছে উড়িষ্যায়। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে ঘটনাটি ঘটছে নরসিংহপুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামের কাছে একটি স্থানীয় মন্দিরে। ঐ মন্দিরের ৭২ বছরের পুরোহিত সংসারী ওঝার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের নাম সরোজকুমার প্রধান (৫২)। তদন্তকারীদের কাছে পুরোহিত দাবি করেন, করোনা ভাইরাস ধ্বংস করতে মন্দিরের দেবীর কাছ থেকে নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। সেই নির্দেশ মেনেই সরোজকুমার প্রধানকে (৫২) বলি দিয়েছেন। কটকের ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিসকুমার সিংহ বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনার সময় মাতাল অবস্থায় ছিলেন সংসারী ওঝা। পরের দিন সকালে তার হুঁশ ফিরলে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেন তিনি। খুনের কথা স্বীকারও করেছেন সংসারী।’