কলকাতা

আগামীকাল থেকে নামছে না বেসরকারি বাস, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের ঘাড়ে ছাড়লেন বাস মালিকরা

আগামীকাল থেকে পথে নামছে না বেসরকারি বাস । শুরু হচ্ছে না মিনিবাসও । পুরোন ভাড়ায় বাস চালানো সম্ভব নয়, জানিয়ে দিল বাস মালিক সংগঠনগুলি । আড়াই মাস লকডাউনের পর চতুর্থ দফায় এসে কিছুটা ছাড় মিলেছিল সরকারের তরফে । তখনই গ্রিন জোনে বাস চালানোর অনুমতি দেয় রাজ্য । কিন্তু রাজ্যের শর্ত ছিল ২০ জনের বেশি যাত্রী বাসে তোলা যাবে না । সরকারের সেই শর্তে রাজি হননি বেসরকারি বাসমালিকরা । তাঁদের দাবি ছিল, লকডাউনের বিপুল লোকসানের পর আবার ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো প্রায় অসম্ভব । তাই সরকারি বাস রাস্তায় নামলেও বেসরকারি বাসের দেখা মেলেনি এতদিন । শেষ পর্যন্ত বেসরকারি বাসে যত আসন, তত যাত্রী নেওয়া যাবে, এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু তারপরেও শেষরক্ষা হল না । সোমবার থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আজ রবিবার। বিভিন্ন বাস মালিকদের বৈঠক ছিল আজ। সেই বৈঠকে মিলল না সমাধান। মুখ্যমন্ত্রীর উপরেই সিদ্ধান্ত ছাড়া হল ।