প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ ভিন রাজ্য ফেরতদের আঙুলে কালি লাগানোর কাজ শুরু হয়েছে খড়্গপুর ষ্টেশনে। খড়্গপুরের মহকুমা শাসক বৈভব চৌধুরী জানিয়েছেন,বাসে,ট্রেনে অথবা গাড়ীতে করে যাঁরাই ভিনরাজ্য থেকে আসবেন তাদের সবার হাতেই চিহ্নিতকরণের জন্য এই কালি লাগানোর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেইমত খড়্গপুর স্টেশনে যে ট্রেনগুলিতে ভিনরাজ্য ফেরতরা ফিরছে তাদের সবার আঙুলেই লাগানো হচ্ছে কালি। মহকুমাশাসক জানান, বামহাতের বৃদ্ধাঙ্গুলিতে যাদের কালি লাগানো হচ্ছে তারা থাকবেন হোম কোয়ারেন্টাইনে। আর যাদের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে তর্জনী তে কালি লাগানো হচ্ছে তারা থাকবে তাদের বাড়ীর এলাকার কোয়ারান্টাইন সেন্টারে। তবে এই চিহ্নিতকরণের ফলে ক্ষুব্ধ ভিনরাজ্য ফেরতরা। তাদের বক্তব্য,অনেক কষ্ট সহ্য করে তাঁরা নিজের রাজ্যে ফিরছেন। এখানেও যদি এভাবে তাদের দেগে দেওয়া হয় তাহলে তো খুবই অসুবিধা। যদিও এই রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপে খুশিই হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ মানুষ। তাঁরা বলছেন,এতে অনেক স্বস্তি পাওয়া যাবে। অন্তত:পক্ষে বোঝা তো যাবে ,কারা ভিনরাজ্য থেকে ফিরেছেন। কারণ,অনেক পরিবারই তাঁদের ভিনরাজ্য ফেরত আত্মীয় দের কথা স্বীকার করতে চান না। এর ফলে আর সেই অসুবিধা রইবে না।