দেশ

১৪টি শস্যের সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন মন্ত্রিসভার

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ আর্থিক প্যাকেজ কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে আজ নেওয়া হল বেশ কিছু গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত। তার মধ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত হল, এই পরিস্থিতিতে কৃষকদের জন্য ১৪ টি শস্যের এমএসপি বাড়ানোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে । আজ থেকেই পঞ্চম দফার লকডাউন ও আনলক ওয়ান শুরু হয়েছে। কন্টেইনমেন্ট জোনগুলি বাদে বাকি এলাকায় অর্থনৈতিক কাজকর্মে প্রায় পুরোটাই ছাড় দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে । দ্বিতীয়বার দায়িত্ব নেওয়া মোদি সরকার দু বছর পূর্ণ করার পর এটাই মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল । কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, নীতিন গড়কড়ি , নরেন্দ্র সিং তোমরের উপস্থিতিতে নেওয়া হয় বড় সিদ্ধান্তগুলি । কৃষকদের জন্য ঘোষণার পাশাপাশি জানানো হয়েছে এমএসএমই সেক্টরকে উজ্জীবিত করে অর্থনীতি চাঙ্গা করতে ২০ হাজার কোটি টাকা ছেড়ে দেওয়া হয়েছে । পাশাপাশি জানানো হয়েছে এপিএমসি- ধারার বদল আনার মতো ঐতিহাসিক সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয়েছে । এদিনের বৈঠকে যা ঘোষণা করা হয়েছে, সেগুলি হল –

🔴 ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ২০ হাজার কোটি টাকা ঋণ দান।
🔴 ছোট ব্যবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণ।
🔴 আর্থিক সঙ্কটে জেরবার ক্ষুদ্র-মাঝারি শিল্প লাভবান হবে।
🔴 ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি।
🔴 ১৪টি খারিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্য ৫০ থেকে ৮৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত।
🔴 দেড় গুণ বেশি সহায়ক মূল্য পাবেন কৃষকরা।
🔴 চলতি অর্থিক বছরে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৫৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত।
🔴 ঋণ শোধ করার জন্য আরও সময় পাবেন কৃষকরা।
🔴 হকারদের ১০ হাজার টাকা পর্যন্ত সহজ ঋণ।
🔴 সংস্থার বার্ষিক লেনদেন ১০০ কোটি টাকা পর্যন্ত ছোট শিল্পের তালিকাভুক্ত। আর বার্ষিক লেনদেন ২৫০ কোটি হলে তা হবে মাঝারি শিল্প।