দেশ

আমফান বিধ্বস্ত ভারতকে সরাসরি সাহায্য করতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

ঘূর্ণিঝড় আমফানের জেরে বাংলার ক্ষতিগ্রস্তদের সরাসরি সাহায্য পৌঁছে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট। সেকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন তিনি। বাংলার পুনর্গঠনে হাত লাগাতে চায় ফ্রান্স সরকার। এমনই ইচ্ছে প্রকাশ করেছে ফ্রান্স সরকার। শুধু পশ্চিমবঙ্গ নয় আম্ফান বিধ্বস্ত ওড়িশাকেও সহযোগিতা করতে চান ম্যাক্রোঁ। ইতিমধ্যেই আম্ফান বিধ্বস্ত বাংলা এবং ওড়িশার জন্য ভারত সরকারকে ২০০ মিলিয়ন ইউরো ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসী সরকার। তার অনুমোদনও দিয়েছে তারা। সেই টাকা ভারতের হাতে পৌঁছলে কিছুটা হলেও স্বস্তি পাবে দেশ।