হক জাফর ইমাম, মালদা: বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে আসা জালনোট পাচারের আগে ২ পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। বৃহস্পতিবার ভোর রাতে কালিয়াচক থানার অন্তর্গত চরিঅনন্তপুর বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুইজনকে জনকে জালনোট সমেত পাকড়াও করে বিএসএফের জওয়ানেরা। ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।পুলিশ সূত্রে জানাগেছে,ধৃতরা হলেন জিয়াউল শেখ(১৮)। ঘেরা ভোগবানপুর এলাকার বাসিন্দা।ওপর ধৃত কেতাব শেখ(২২) সবদলপুর বৈষ্ণবনগর থানার এলাকার বাসিন্দা।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ ৭০ হাজার টাকার জালনোট।সমস্ত নোট পাঁচশো টাকার।
বিএসএফের ২৪ নম্বর ব্যাটেলিয়ান সীমান্ত এলাকায় দেখেই ধাওয়া করে পাকড়াও করে। তারপর তল্লাশিতে বেরিয়ে আসে জাল নোট। এই নোটগুলি ওপার থেকেই ফেলা হয়েছিল বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে তার সাথে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।