কলকাতা

বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে সকলকে শুভেচ্ছা জানালেন। তিনি বলেন, সবুজ বাঁচান, জীবন বাঁচান। সবাইকে স্মরণ করিয়ে দেন, উমপুনে কলকাতা ও দক্ষিণ বঙ্গে কয়েক হাজার গাছ উপড়ে গেছে। সেই সবুজগুলির পুনরুদ্ধার করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিনই দক্ষিণ কলকাতায় নিজের হাতে গাছ পুঁতে মুখ্যমন্ত্রী রাজ্যে সবুজায়নের নতুন এক অধ্যায়ের সূচনা ঘটাবেন। এই বৃক্ষরোপনের মধ্যে দিয়েই রাজ্য জুড়ে গাছ লাগানোর প্রকল্প শুরু হয়ে যাবে। আগামী ১ মাস ধরে সুন্দরবনে চলবে পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ পোঁতার কাজ। সুন্দরবনকে বাঁচাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আম্ফানে সারা রাজ্যে প্রায় দেড় লক্ষ গাছ পড়ে গিয়েছে। শুধু মাত্র কলকাতার বুকেই গাছ পড়েছে প্রায় ১৫ হাজার। তাই রাজ্যকে আবার সবুজে ঢেকে দিতে হবে যত দ্রুত সম্ভব। রাজ্য সরকারের পক্ষ থেকে তাই আগামী এক মাস সারা রাজ্যজুড়েই বৃক্ষরোপণ করা হবে, যাতে ফের বাংলা সবুজ হয়ে উঠতে পারে। সুন্দরবনে পাঁচ কোটি ম্যানগ্রোভের পাশাপাশি রাজ্যে প্রায় চার কোটি গাছ লাগানো হবে। আজ দক্ষিণ কলকাতার হরিশ পার্কে বন দফতরের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উদ্যোগের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।