দেশ

১৪৪ ধারা জারি রেখে পুরীতে শুরু জগন্নাথদেবের স্নানযাত্রা

পুরীতে ১৪৪ ধারা জারি রেখে শুরু হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। করোনা সংক্রমন ঠেকাতে এই প্রথম ভক্তকুলকে ব্রাত্য রেখে এমন অভিনব ব্যবস্থা। কড়া পুলিসি প্রহরায় শুক্রবার ভোর চারটে থেকে পুরীর শ্রী মন্দিরে শুরু হয়েছে স্নানপর্ব। দুজন কমান্ড্যান্ট এবং ৬ জন অতিরিক্ত পুলিস সুপার পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে ৩৮ প্লাটুন পুলিস কর্মীকে দিয়ে নিরাপত্তা বেড়াজাল তৈরি করা হয়েছে। ভক্তরা যাতে কোনওভাবেই শহরে ঢুকতে না পারে, সে কারণে সাতটি জোনে ভাগ করে পুরী শহরের বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং। ভোর সাড়ে চারটে থেকে মাঙ্গলিক পূজার্চনা শুরু হয়েছে। মূল স্নানযাত্রা শুরু হয়েছে সকাল সাড়ে সাতটা নাগাদ। চলবে সকাল ১০টা পর্যন্ত। পুরীর গজপতি মহারাজ দিব্য সিং দেবের উপস্থিতিতে শুরু হয় প্রভু জগন্নাথদেবের স্নান বিধি “জলেরচানা লাগি”। এই পর্বেই নানা সুগন্ধী মেশানো ৩৫ পাত্র জল দিয়ে স্নান সারবেন জগন্নাথ দেব, ভগবান বলভদ্র স্নান সারবেন ৩৩ পাত্র ভরা জলে। দেবী সুভদ্রার জন্য বরাদ্দ ২২টি জল ভরা পাত্র। ভগবান সুদর্শনের জন্য বরাদ্দ ১৮টি জল পাত্র। স্নান যাত্রার পরে প্রথা অনুযায়ী জগন্নাথ দেবের “হাতি বেশ” অনুষ্ঠিত হবে। গোটা পর্বে অংশ নিচ্ছেন ২১০ জন দৈতাপতি এবং বাছাই করা ৩০ জন সেবায়েত। স্নানযাত্রায় অংশগ্রহণকারি প্রত্যেক দৈতাপতি এবং সেবায়েতদের করোনা পরীক্ষা করা হয়েছে। এরপর ২৩ জুন জগন্নাথ দেবের রথযাত্রা। সেই ধর্মীয় অনুষ্ঠানেও এবার ভক্তকুলের প্রবেশ নিষেধ।