বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে পৃথিবীর জীববৈচিত্র সংরক্ষণের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান মন্ত্রী বললেন, “এই পৃথিবীতে আমরা যাদের সঙ্গে ভাগাভাগি করে বসবাস করছি তাদের অন্যতম হল উদ্ভিজ্জ প্রাণীজ সম্পদ। তাদের বেঁচে থাকাকে নিশ্চিত করার দায়িত্বও আমাদেরই। তাই আশপাশে জীববৈচিত্রকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হোন সকলে। তাহলে আমরা আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য একটা সুস্থ পৃথিবী রেখে যেতে পারব।” এই টুইট বার্তার সঙ্গেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া মন কি বাতের ভিডিও জুড়ে দিয়েছেন। যেখানে তিনি জীববৈচিত্র নিয়ে বিশদে আলোচনাও করেছেন। প্রতি বছর ৫ জন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।