এবার নবান্নে চার আমলা, অফিসারের গাড়িচালক আক্রান্ত হলেন কোভিড–১৯–এ। চার জনের মধ্যে তিন জনই বসেন ১৪ তলায়। সেখানেই বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যে তিন দফায় নবান্ন স্যানিটাইজ করা হয়েছে। কয়েক দিন আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক কর্তা এবং এক অফিসারের গাড়িচালকের করোনা ধরা পড়েছিল। এ বার আক্রান্ত হলেন সচিবালয়ের এক কর্তার সহকারীর গাড়িচালক। পাশাপাশি, মুখ্যসচিবের দফতরে কর্মরত এক আমলার গাড়িচালকও সংক্রমিত হয়েছেন বলে খবর। ওই আমলাকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। তাঁর সহকারীদের নমুনাও করোনা-পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তাঁদেরও বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। নবান্নের ১৪ তলার একটি ক্যান্টিন থেকে ভিআইপি এবং অতিথিদের জন্য চা, খাবার পাঠানো হয়। আপাতত সেটিও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। জানানো হয়েছে, চা-খাবার সরবরাহকারী সংস্থার কর্মীরা নবান্নের একটি তলা থেকে অন্য তলায় যেতে পারবেন না।