মঙ্গলবার অসমের তিনসুকিয়া জেলার বাঘজান এলাকায় একটি প্রাকৃতিক গ্যাসের কুয়োতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যার জেরে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন । ঘটনাস্থানে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী । অসমের পরিবেশ ও বনদপ্তরের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন ৷ আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে ৷” অয়েল ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ থেকে ৭ দিন সময় লাগবে ৷