নয়াদিল্লিঃ করোনা পরিস্থিতি নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেল ৩টায় শুরু হবে বৈঠক । ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ও কাল হবে এই বৈঠক ৷ প্রথম দিনের বৈঠকে দেশের ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ বুধবার দেশের বাকি ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷ প্রথম দিনের এই বৈঠকে অপেক্ষাকৃত কম করোনা আক্রান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন, পঞ্জাব, কেরালা, অসমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ অন্যদিকে আগামীকালের বৈঠকে দেশের অপেক্ষাকৃত বেশি কোরোনা আক্রান্ত রাজ্য গুলি যেমন, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দিল্লির মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷