দেশ

করোনা থেকে বাঁচতে হলে মাস্ককে সঙ্গী করে নিন, বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লিঃ দেশে করোন পরিস্থিতি নিয়ে ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে দিল্লি, কেরল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সেই বৈঠকে দেশের করোনা সংক্রমণে লাখ প্রতি মৃত্যুর পরিসংখ্যান জানতে চান তিনি। এবং করোনায় মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, একজনের মৃত্যুও কাম্য নয়। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারত বিশ্বের অনেক দেশের থেকেই ভাল অবস্থায় রয়েছে। তাই মাস্ক ছাড়া এখন বাইরে বেরোনো যাবে না। করোনা সংক্রমণ মোকাবিলায় এখন নিউ নর্মালের মধ্যে পরে মাস্ক, স্যানিটাইজার। তাই বাইরে বেরোলেই মাস্ক পরাটা অভ্যাসে পরিণত করতে হবে। মাস্ক ছাড়া বাইরে বেরনোর কথা কেউ ভাববেন না। রাজ্যবাসীকে মাস্ক পরা নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যগুলিকেও মাস্ক পরা ১০০ শতাংশ সুনিশ্চিত করতে বলেছেন তিনি। তারসঙ্গে স্যানিজাইজারের ব্যবহার এবং ঘন ঘন হাত সাবান দিয়ে ধোয়া অভ্যাসে পরিণত করতে হবে বলে জানিয়েছেন তিনি।