দেশ

৪১টি কয়লা খনির বাণিজ্যিক নিলাম করা হবে: প্রধানমন্ত্রী

আজ ৪১টি কয়লা খনির বাণিজ্যিক নিলামের উদ্বোধনে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজও ফের তাঁর কথাতে উঠে আসে দেশের আত্মনির্ভর হওয়ার কথা ৷ খনি আমাদের অন্যতম স্তম্ভ। বেসরকারিকরণের ফলে আরও মজবুত হবে এই শিল্প। তিনি বলেন, “কোরোনা সংকটকে সুযোগে পরিবর্তিত করবে ভারত ৷ এই সংকট ভারতকে আত্মনির্ভর হতে শিখিয়েছে ৷ আমদানির উপর থেকে নির্ভরশীলতা কমাবে ভারত ৷ এনার্জি সেক্টরে ভারতকে আত্মনির্ভর করে তুলতে আজই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে ৷” কয়লা ক্ষেত্রকে ফের সচল করার কথাও বলেন তিনি ৷ “আমরা শুধুমাত্র কয়লা খনির বাণিজ্যিক নিলামের উদ্বোধনই করছি না কয়লা ক্ষেত্রকে বহু দশকের লকডাউন থেকে বের করে আনছি ৷” সঞ্চিত কয়লার পরিমাণের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷ বিদেশে কয়লা রপ্তানি করা না হলেও আমদানির বিষয়ে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের আমদানির উপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বাড়াতে হবে ৷” কয়লা ক্ষেত্রের উপর এবার গুরুত্ব বাড়ানো হবে ৷ নিজের বক্তব্যতেই তা বুঝিয়ে দেন মোদি ৷ বলেন, “২০৩০-র মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাস উৎপাদন হবে ৷ এর জন্য চারটি প্রোজেক্টের বিষয়ে আমাকে জানানো হয়েছে ৷ এই প্রোজেক্টগুলির জন্য ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে ৷” তিনি আরও বলেন, “দেশের ১৬টি জেলায় কয়লা ভাণ্ডার রয়েছে ৷ এই জায়গাগুলিতে আধুনিক পরিকাঠামো তৈরি করা হবে ৷” কয়লা খনির নিলামের ফলে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রীর ৷