জেলা

আজ বাস ভাড়া নিয়ে বৈঠক

আজ বাস ভাড়া নিয়ে মালিকদের সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবহণ দপ্তরের বিশেষ কমিটি। কসবার পরিবহণ ভবনে সংগঠনগুলির সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা করবেন কমিটির সদস্যরা। এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন বাস মালিকরা। তাঁদের বক্তব্য, এর আগে কমিটির কাছে আয়-ব্যয়ের বিস্তারিত হিসেব জমা করা হয়েছে। কিন্তু ডিজেলের দাম ক্রমেই বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। বৈঠকে ডিজেলের দাম বৃদ্ধির বিস্তারিত তথ্যও কমিটির কাছে পেশ করা হবে বলে মালিক সংগঠনগুলি জানিয়েছে।এদিকে ডিজেলের দাম বৃদ্ধির কথা বলে ভাড়া বৃদ্ধির দাবি তুলেছেন ট্যাক্সি মালিকরাও। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন পরিবহণ দপ্তরে চিঠি দিয়ে দাবি করেছে, প্রথম দু’কিলোমিটারের ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা করতে হবে। সরকারকে ১০ দিন সময় দিয়ে ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।