দেশ

লাদাখে শহিদ জওয়ানদের বলিদান ব্যর্থ হতে দেব না: বায়ুসেনা প্রধান

 লাদাখের গালওয়ান ভ্যালিতে ২০ জন জওয়ানের বলিদান বিফলে যাবে না ৷ বললেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়া ৷ তিনি বলেন, দেশের শান্তিরক্ষার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ আজ হায়দরাবাদে এয়ার ফোর্স অ্যাকাডেমির কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেডে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া ৷ সেখানে তিনি বলেন, “যে কোনও মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি ৷ এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার পরিচয় আমরা পেয়েছি ৷ শান্তি নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে । আমরা যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত ৷ গালওয়ান উপত্যকায় জওয়ানদের বলিদান বৃথা যেতে দেব না ৷” তিনি আরও বলেন, “দুই দেশের মধ্যে সামরিক আলোচনার পরও জওয়ানদের উপর চিন সেনার হামলা অপ্রত্যাশিত ছিল ৷ তা সত্ত্বেও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে ৷ আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং সজাগ ।” উল্লেখ্য গতকালই ইতিমধ্যেই ভারতের দুই পৃথক স্কোয়াড্রনের যুদ্ধবিমান মিরাজ ২০০০ এবং সুখোই থার্টি ফাইটার জেটকে নিয়ে আসা হয়েছে লাদাখের ফরওয়ার্ড বেসে। শুক্রবার সকাল থেকেই লাদাখের আকাশে উড়ছে মিরাজ এবং সুখোই। একইসঙ্গে দৌলত বেগ আবদি এয়ারস্ট্রিপে মোতায়েন করা হয়েছে অ্যাপাচে এবং চিনুক মিলিটারি চপার। লে এয়ারফোর্স বেস স্টেশনে হাজির হয়েছেন স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ সিং ভাদোরিয়া।