দেশ

আগামী ২২ জুন মস্কো যাচ্ছেন রাজনাথ সিং, দেখা হতে পারে চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে, জল্পনা তুঙ্গে

আগামী সোমবার, ২২ জুন মস্কো রওনা দেবেন রাজনাথ সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের প্রেক্ষিতে প্রতি বছর ২৪ জুন মস্কোয় ‘ভিক্টরি ডে প্যারেড’ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দুনিয়ার প্রায় সব দেশকেই আমন্ত্রণ জানায় রাশিয়া। সেই অনুষ্ঠানে অংশ নিতেই রাজনাথ যাচ্ছেন। তাত্‍পর্যপূর্ণভাবে সেখানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকার কথা চিনের প্রতিরক্ষামন্ত্রীও। ফলে রাজনাথের হঠাত্‍ মস্কো উড়ে যাওয়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। সূত্রে খবর, মস্কোর রেড স্কোয়ারে এ বছরের প্যারেডে একজন কর্নেল পদমর্যাদার অফিসারের নেতৃত্বে অংশগ্রহণ করবে ভারতের তিন বাহিনীর একটি যৌথ দল। এ ছাড়া, রেড স্কোয়ারে ভারতীয় সেনার এক মেজরের নেতৃত্বে প্যারেডে অংশ নেবেন শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্টের জওয়ানরাও। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি’র হয়ে নাত্‍সি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলো শিখ লাইট ইনফ্যান্টরি রেজিমেন্ট। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য বহু পুরস্কারও রয়েছে এই রেজিমেন্টের। ভারত-চিন সংঘর্ষের আবহেই রাজনাথ সিংয়ের এই রাশিয়া সফর যথেষ্ট তাত্‍পর্যের বলেই মনে হচ্ছে।