দেশ

অন্য দেশ তার আকাশসীমা খুললেই চালু হবে আন্তর্জাতিক উড়ান

কেন্দ্রীয় মন্ত্রী শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন, আন্তর্জাতিক উড়ান তখনই শুরু হবে যখন অন্য রাষ্ট্র তার আকাশ সীমা অন্য দেশের জন্য খুলে দেবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক উড়ানের জন্য আকাশসীমা খুলে দিতে চাইছি না। কারণ তার জন্য বাস্তব পরিস্থিতি বিচার করে দেখতে হবে। গোটাটাই অন্য দেশের ওপরে নির্ভর করছে। লকডাউনের সময়ে বিদেশ থেকে বিমানে বা জাহাজে ২,৭৫,০০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি এও বলেন, “কোভিড পরিস্থিতি দেশে কোন দিকে এগোচ্ছে, তা দেখে নিয়েই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। লকডাউনের শুরুর সিদ্ধান্ত নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে কেন্দ্রকে। এই অবস্থায় কোনও সিদ্ধান্তই তড়িঘড়ি নিতে চায় না কেন্দ্র।” ভারতে রোজ ৭০০ ফ্লাইট যাতায়াত করছে। জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী। তবে শুধু আন্তর্জাতিক উড়ানই নয়, ডোমেস্টিক উড়ান আরও বাড়ানোর ব্যাপারে এবং পুরোদস্তুর চালানোর ব্যাপারেও ধীরে চলো নীতি নিয়ে চলতে চায় বিমানমন্ত্রক। এদিকে অসামরিক বিমান পরিবহন সচিব পি কে খারোলা বলেন,  ২৪ অগাস্টের পর বিমানভাড়ার উর্ধ্ব ও নিম্ন সীমা বাড়ানো হবে। আন্তর্জাতিক উড়ান শুরু হলে দুপক্ষকেই যাত্রী চাপের জন্য তৈরি থাকতে হবে। ভারত থেকে উত্তর আমেরিকায় বহু যাত্রী রয়েছেন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।