দেশ

গালওয়ান উপত্যকা নিয়ে চিনের দাবি খারিজ করলো বিদেশমন্ত্রক

লাদাখ সীমান্তে অশান্তি অব্যাহত। এর মধ্যেই শনিবার ফের একবার গালওয়ান উপত্যকার উপর নিজের কর্তৃত্ব দাবি করে চীন। যদিও পরে ভারতীয় বিদেশমন্ত্রক চীনের সেই দাবি খারিজ করে বিবৃতি দেয়। আজ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারত কখনও কোনও পদক্ষেপ নেয়নি। দীর্ঘদিন ধরেই কোনও ঘটনা ছাড়াই ভারত এই অঞ্চলে টহল দিচ্ছে। ভারতের সমস্ত চৌকি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মধ্যে অক্ষত রয়েছে। গালওয়ান উপত্যকায় এবারের সংঘর্ষ ছিল বিগত ৪৫ বছরে উভয়পক্ষের মধ্যে সবচেয়ে খারাপ সীমান্ত-যুদ্ধ। ভারত এখানে ২০ জন সেনা-জওয়ানকে হারিয়েছে, তখনও চিনের পিপলস লিবারেশন আর্মির কত জন হতাহত হয়েছে, সেই বিষয়টি সুষ্পষ্ট হয়নি। বিদেশমন্ত্রক জানিয়েছে, গালওয়ান-সহ ভারত-চিন সীমান্ত অঞ্চলে সমস্ত সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ভারতীয় সেনারা নখদর্পণে। গালওয়ান উপত্যকা অঞ্চলের ঘটনাবলী নিয়ে চিনা মুখপাত্রের ১৯ জুনের বিবৃতির প্রতিক্রিয়ায় বিদেশমন্ত্রক বলেছিল, চিন এখানে বেআইনিভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ব্যবহার করে। গালওয়ান ভ্যালি অঞ্চলের বিষয়ে ভারত অবস্থান পরিষ্কার হয়েছে। এখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কিত অতিরঞ্জিত ও অদম্য দাবি করা চিনের পক্ষের গ্রহণযোগ্য নয়। বিদেশমন্ত্রক আরও দাবি করেছে, ২০২০ সালের মে মাসের প্রথম দিকে চিনারা এই অঞ্চলে ভারতের সাধারণ টহল রীতিতে বাধা সৃষ্টি করে। এর ফলেই উত্তেজনার সৃষ্টি হয়।