নয়াদিল্লিঃ টানা ১৫ দিন ধরে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। আজও ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন কলকাতায় পেট্রোলের দাম ৮০.৯৫ টাকা ছুঁয়েছে। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৩.৬১ টাকা। রাজধানীতে এদিন ডিজেলের দামে রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছে। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৮.২৭ টাকা। পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৯.২৩ টাকায় ঠেকেছে। ২০১৮-র অক্টোবরের পর সর্বোচ্চ। এটা ঘটছে এমন এক সময়ে, যখন করোনা সংক্রমণের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই কম। লকডাউনের সময়ে টানা ৮২ দিন অপরিবর্তিত রাখা হয় জ্বালানির দাম। কম যানবাহন চলাচলের জন্য এই সময় তেলের চাহিদাও ছিল কম। আর এর মধ্যেই গত মাসে কেন্দ্রীয় সরকার পেট্রোলের ওপর লিটারে ১০ টাকা এবং ডিজেলের ওপর ১৩ টাকা করে কর চাপায়। বলা হয় বাজারে এর প্রভাব পড়বে না। প্রভাবটা পড়তে শুরু করল, যখন ৭ জুন থেকে তেল কোম্পানিগুলি দাম বাড়াতে থাকল। এ দিনের মূল্যবৃদ্ধি ধরলে ১৫ দিনে পেট্রোলের দাম মোট বেড়েছে লিটার প্রতি ৮.৮৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে মোট বেড়েছে ৭.৯৭ টাকা।