কলকাতা

বাড়ছে না বাস ভাড়া, ১৫ হাজার টাকা করে বাসপিছু ভর্তুকি দেবে রাজ্য সরকার

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ জুলাই থেকে সমস্ত বেসরকারি বাসকে রাস্তায় নামাতে ভর্তুকি দেওয়া হবে । বাসের ভাড়া বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। এদিন তিনি বলেন, ‘ডিজেলের দাম বাড়ছে। পাশাপাশি সরকারি নিয়ম মানতে হচ্ছে বাসগুলিকে। এবার সমস্ত বাস রাস্তায় নামাতে বাসপিছু ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। আগামী তিন মাস এই ভর্তুকি দেওয়া তলবে। ফলে ১ জুলাই থেকে সমস্ত বাস রাস্তায় নামবে বলে মনে করা হচ্ছে। এমনকী, বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা মিলবে ভেলোর ও এইমস হাসপাতালেও। বৈঠকে এই প্রস্তাবে ইউনিয়নগুলিও রাজি হয়েছেন বলে খবর। এছাড়া তিনি এও জানান, আরও ৫০০ সরকারি বাস নামবে শহরে।অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুলাই থেকে রাজ্যে লকডাউনে ছাড়ের মেয়াদ আরও একঘণ্টা বাড়ানো হবে। অর্থাৎ পরবর্তী লকডাউনে আরও এক ঘণ্টা বাড়ল শিথিলতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত লকডাউনে শিথিলতা আনা হয়েছে।” পাশাপাশি আজ রাজ্যে কোরোনা পরীক্ষার খরচ বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বেসরকারি হাসপাতালগুলি কোরোনা পরীক্ষার জন্য ২২০০ টাকা করে নিতে পারবে।” স্পেশাল ট্রেন, আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য বিমান পরিষেবা চালু করা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আন্তর্জাতিক বিমানের যাত্রীদের ক্ষেত্রে কোনওরকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। প্রতিদিন হটস্পট রাজ্যগুলি থেকে ১০টি করে ট্রেন ঢুকছে পশ্চিমবঙ্গে। এইভাবে রাজ্যে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। রাজ্য কতদিকে খেয়াল রাখবে? কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবদেন জানিয়েছি যে, আরও কিছুদিন আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধ রাখা হোক। ” আজ বেসরকারি স্কুলগুলির অপ্রয়োজনীয় ফি নেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “স্কুলগুলির ফি বাড়ানো উচিত নয়। পাশাপাশি কেউ ফি দেবেন না এটাও ঠিক নয়। কারণ স্কুলগুলিকে তাদের কর্মী, শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিতে হবে। তাই স্কুলগুলির কাছে আবেদন, অন্যান্য খাতে ফি না নিয়ে শুধুমাত্র টিউশন ফি নেওয়া হোক। সবাই মানবিক হন এই আবেদনই রাখছি।” করোনা বিধি ভাঙা নিয়েও রাজনৈতিক দলগুলিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ কেউ ভাষার সন্ত্রাস চালাচ্ছে।” তিনি আরও বলেন, তৃণমূল রাজনৈতিক জমায়েত করে না। এবছর 21 জুলাই সমাবেশও আগের মতো হবে না।