মালদা

ওষুধ ছাড়াই চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে দক্ষিণ কোরিয়ার জে.কন.সিনের বৈঠক

হক জাফর ইমাম, মালদাঃ সাধারণ মানুষের ওষুধ ছাড়াই চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবা উন্নত করার লক্ষ্যে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে এসে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার জে, কন,সিন বৈঠক করলেন রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে।প্রতিদিন প্রায় ৪০০ জনেরও বেশি রোগী বিনা পয়সায় থেরাপির পরিষেবা নিয়ে থাকেন । জেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা এই পরিষেবার মধ্যে দিয়ে সুস্থ হোয়ে উঠেছে ,অনেকের ব্যথ্যা,স্পাইনাল কর্ড ,সুগার,মেন্টাল,হার্টসহ বিভিন্ন রকমের উপকার পেয়েছে। এছাড়াও ভারতবর্ষের সব রাজ্য ছাড়াও বিশ্বের প্রায় সব দেশেই এই পরিষেবা দিয়ে চলেছে কোরিয়ান কোম্পানিটি। এ ছাড়া কোনো ব্যক্তি যদি উপকার পাওয়ার পর প্রতিদিন না আস্তে পারেন সে ক্ষেত্রে মেশিন কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন, সেই ব্যাবস্থাও আছে । থ্রি জেনারেশন এর গ্যারান্টি সহ কোনো কারণে মেশিন খারাপ হলে বিনা পইসায় সরানো হয় । শনিবার মালদা শহরের ৪২০ মোড়ে এলাকায় রোগীদের সাথে কথা বললেন কোম্পানির এম ডি জে কন সিন । উপস্থিৎ ছিলেন মালদা সেন্টারের কর্ণধার শুভঙ্কর দত্ত বণিক সহ অন্যান্যরা। দোভাষি লোকের মাধ্যমে রোগীদের সাথে কথা বলেন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর।