বিদেশ

ভারতে চিনা অ্যাপ ব্যানের পর এবার গেমিং অ্যাপ PUBG ব্যান করল পাকিস্তান

ভারত-চিন সংঘর্ষের জেরে দেশে নিষিদ্ধ হয়েছে ৫৯টি চিনা অ্যাপ। কয়েকদিন কাটতে না কাটতে জানা গেল যে অ্যাপ PUBG ব্যানের ডাক দিয়েছে পাকিস্তানও। সাময়িকভাবে এই অ্যাপ নিজেদের দেশে বন্ধ করা সিদ্ধান্ত নিল পাক সরকার। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি বুধবার জানায় যে সমাজের বিভিন্ন স্তর থেকে এই অ্যাপ নিয়ে তাদের কাছে অভিযোগ আসছে। তাই আপাতত পাকিস্তানে বন্ধ হচ্ছে জনপ্রিয় গেমিং অ্যাপ PUBG। এমনকি PUBG-র ফলে অনেক আত্মহত্যার ঘটনাও ঘটেছে পকিস্তানে। সম্প্রতি ১৬ বছরের এক কিশোরের আত্মহত্যার পর নড়েচড়ে বসে প্রশাসন। পাকিস্তানের সংবাদপত্র ডনের খবর, গেমে হেরে নিজেকে শেষ করেছিল ওই কিশোর। এই নিয়ে লাহোর আদালতে মামলাও শুরু হয়েছে।