একদিনে পান্ডুয়া , জয়পুর ও পাঁচলায় প্রচারের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বিজেপির আশ্রয়ে রয়েছে সিপিএম। গত ৩৪ বছর ধরে সিপিএমের যে হার্মাদরা দাপিয়ে বেরিয়েছে রাজ্যে তারাই আজ বিজেপির আশ্রয়ে থেকে ওস্তাদ তৈরি হয়েছে। এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপিকে যাঁরা হিন্দুদের দল বলে জানেন, তাঁদের মমতা বলেছেন যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাঁরা হিন্দুদের দল হতে পারে না। বিজেপি হিন্দুদের দেবতাদের অপমান করে, অসম্মান করে। নিজেদের যাঁরা হিন্দুদের দল বলে দাবি করেন গত পাঁচ বছরে তাঁরা একটি রাম মন্দির তৈরি করতে পারেনি বলে আক্রমণ শানিয়েছেন মমতা। ২০১৪ সালে বিজেপির নির্বাচনী ইস্যুই ছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি। কিন্তু বাস্তবে যে রামমন্দিরের একটি ইটও তারা গাঁথতে পারেনি সেকথা আবারও মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা কেবল মাত্র উস্কানিমূলক কথা বলাই মোদির কাজ বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাম নবমীতে দিলীপের অস্ত্র মিছিল নিয়েও ফের কটাক্ষ করেছেন তিনি। এলাকায় বিজেপি টাকা ছড়িয়ে ভোট চাইছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরকম কাউকে টাকা ছড়াতে দেখলে মোবাইলে ছবি তুলে সরাসরি পুলিসকে জানানোর অনুরোধ করেছেন তিনি। তিনি এও বলেন, ২০১৯ বিজেপি ফিনিস।