প্রত্যেকদিন ৫০০ জন করে তীর্থযাত্রীদের ছাড় অমরনাথ যাত্রায়। বুধবার সেকথা জানাল কেন্দ্র। অমরনাথ যাত্রা নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় দিল্লিতে। বুধবারের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, জিতেন্দ্র সিং, স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিক, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু, প্রধান সভাপতি বিভিআর সুব্রহ্মণ্য প্রমুখেরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়,
অমরনাথ মন্দিরে শিবলিঙ্গ দর্শনের ১৪ দিনব্যাপী এই যাত্রার জন্য পথ খোলা হবে ২১ জুলাই থেকে। আগে যা ২৩ জুন থেকে শুরু হত। যাত্রাপথ নিয়েও আলোচনা করা হয়েছে সেই বৈঠকে। স্থির হয়েছে ১৬ কিমির বালতাল পথ ধরেই এই যাত্রা হবে এবছর। যাতে একদিনের মধ্যেই যাত্রা সম্পূর্ণ করা যায়। পহেলগাঁওয়ের পথটি খোলা হবে না। সেটি এখন বরফাবৃত। এছাড়াও এপথে ৪২ দিন লেগে যায় যাত্রা সম্পূর্ণ করতে।
প্রতীকী ছবি।