বিদেশ

‘বাতাসে ছড়াতে পারে করোনা ভাইরাস’, স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস কি বাতাসে ছড়াতে পারে? শুরুর দিকে ‘হু’ অবশ্য এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু সম্প্রতি ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র উদ্দেশ্যে এক খোলা চিঠিতে দাবি করেন, করোনা ভাইরাসের সংক্রমণ মূলত বাতাসবাহিত। এরপর বেশ চাপে পড়েই এই বিজ্ঞানীদের দাবিকে স্বীকৃত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, মানুষের হাঁচি, কাশি অথবা কথা বলার সময় নাক-মুখ থেকে বের হওয়া ড্রপলেট বাতাসে ছড়িয়ে পড়ে। সুতরাং করোনা সংক্রমিত ব্যক্তির থেকেও এই ভাইরাস এই ভাবে বাতাসে ছড়িয়ে পড়তে পারে। তবে বেশি দূর সফর করতে পারে না, তার আগেই মাটিতে ঝরে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনস অনুযায়ী এখন করোনা সংক্রমণ এড়াতে নুন্যতম সামাজিত দূরত্ব ১ মিটার। কিন্তু সংক্রমণ বায়ুবাহিত হলে নুন্যতম সামাজিক দূরত্ববিধির পরিবর্তন হবে। এছাড়া রাস্তাঘাটে বেরোলেও বাধ্যতামূলকভাবে মাস্কের ব্যবহার করতেই হবে।