দেশ

সেনাবাহিনীতে নিষিদ্ধ হল ৮৯ অ্যাপ, তালিকায় ফেসবুক-ইনস্টাগ্রামেরও

নয়াদিল্লিঃ কেন্দ্রে ৫৯ চিন অ্যাপ নিষিদ্ধ করার পর এবার ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনাবাহিনী.। আজ সেনাবাহিনীর তরফে অ্যান্ড্রয়েড ও iOS প্লাটফর্মের মোট ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমজনতার জন্য ওইসব অ্যাপ চালু থাকবে। সেনাকর্মীরা একমাত্র ওইসব অ্যাপ ব্যবহার করতে পারবেন না। সেনাবাহিনীতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, স্নাপচ্যাট, ইনস্টাগ্রামের মতো অ্যাপ। ইতিমধ্যেই যেসব সেনাকর্মীদের মোবাইলে ওইসব অ্যাপ রয়েছে তা ডিলিট করে দিতে বলা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে ওইসব অ্যাপে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। না মানলে শাস্তি। উল্লেখ্য, গত বছরের শেষে ভারতীয় সেনাকে অফিশিয়াল কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে নিষেধ করা হয়। ভারতীয় সেনায় হানি ট্র্যাপের ঘটনা নতুন নয়। বারবার পাকিস্তানি গুপ্তচর এজেন্টরা মহিলার ছদ্মবেশে ফাঁদে ফেলার চেষ্টা করেছে ভারতীয় সেনা অফিসারদের। এমনকি বছর কয়েক আগে ভারতীয় বায়ুসেনার হেডকোয়ার্টারে দায়িত্বরত এক অফিসারকেও এর ফাঁদের ফেলে তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা হয়।