আগামীকাল ICSE (ক্লাস টেন) ও ISC-র (ক্লাস টুয়েলভ) ফল প্রকাশ করবে CISCE। বিকেল তিনটেয় ফল প্রকাশ হবে। বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল জানা যাবে cisce.org ও results.cisce.org তে। পরীক্ষার ফলাফল কাউন্সিলের মেন ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে ও ‘CAREERS’ পোর্টালে জানা যাবে। CISCE আওতাধীন স্কুলগুলি প্রিন্সিপালের লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘CAREERS’ পোর্টালে লগ ইন করে তাদের ছাত্রছাত্রীদের ফলাফল দেখতে পাবে।পরীক্ষার্থীরা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, এবং cisce.org তে লগ ইন করে তাদের ফলাফল দেখতে পাবে। ফলাফল এসএমএসেও জানা যাবে। এসএমএসে ফলাফল পেতে পরীক্ষার্থীদের তাদের ইউনিক আইডি 09248082883 নম্বরে নিম্নলিখিত ফর্ম্যাটে পাঠাতে হবে। ফর্ম্যাট হল-ICSE/ISC (Unique ID)। উল্লেখ্য, গত ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত করোনা সংক্রমণের আশঙ্কায় আইসিএসই এবং আইএসসি-এর সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জুন মাসে কাউন্সিল শীর্ষ আদালতে জানিয়েছিল যে এসব স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে তারা রাজি আছে। সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত, ইন্টার্নাল অ্যাসেস্মেন্টের মাধ্যমে গ্রেড দেওয়া হবে বলে।