দেশ

এনকাউন্টারেই খতম গ্যাংস্টার বিকাশ দুবে

 এনকাউন্টারে পুলিশের গুলিতে খতম গ্যাংস্টার বিকাশ দুবে ৷ আজ সকালে কানপুর আনার সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় বিকাশ ৷ পুলিশকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে ৷ পালটা জবাব দিতে শুরু করে পুলিশ ৷ পুলিশের গুলিতে গুরুতর আহত হয় এই কুখ্যাত দুষ্কৃতী ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ৷ গতকাল মধ্যপ্রদেশ পুলিশ উজ্জয়িন থেকে গ্রেপ্তার করে দুবে-কে ৷ তারপর বিকেলেই কানপুরের পথে নিয়ে আসা শুরু হয় তাকে ৷ যদিও রাতে কানপুরের এক টোল প্লাজ়ায় উলটে যায় বিকাশ দুবের গাড়ি ৷ সামান্য আঘাতও পায় সে ৷ তরপর ফের কানপুরের পথে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ ঠিক তখনই পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় কুখ্যাত গ্যাংস্টার ৷ পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে ৷ তখনই প্রতিরোধ করে পুলিশ ৷ বিকাশের ছোড়া গুলিতে দুই জন পুলিশ কর্মী আহত হন । তাঁদের স্থানীয় হাসপাতালে নিযে যাওয়া হয়েছে ।  কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, গুরুতর আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । বিকাশ দুবের মৃত্য়ুর পরই শুরু হয়েছে নানা জল্পনা । গতকালই বিকাশের মায়ের কথায় এনকাউন্টারের আশঙ্কা শোনা গিয়েছিল । তার পরই আজ এই ঘটনা ।গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে উত্তর প্রদেশ পুলিশকে৷ কানপুরের ডনের সঙ্গে পুলিশের এনকাউন্টারের কিছুক্ষণ আগেই কেন সংবাদমাধ্যমকেও পুলিশের কনভয়কে ধাওয়া করা থেকে আটকানো হল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷তবে গুলিবিদ্ধ হয়েই মৃত্যু না অন্য কোনও কারণে মূত্যু তা এখনও পরিষ্কার নয়।