কলকাতা

কন্টেইনমেন্ট জোনে জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ কলকাতা পুরসভা ও পুলিশের

কন্টেইনমেন্ট জোনে বিভিন্ন আবাসন, বাড়ি কিংবা পাড়ার বাসিন্দাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করল কলকাতা পুরসভা। সঙ্গে পুলিশও থাকছে সেই গ্রুপে। মূলত, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কলকাতার ২৫টি অতি সংক্রামিত এলাকায় লকডাউনে বিশেষ কড়াকড়ি করা হয়েছে। সেক্ষেত্রে, সেইসব এলাকার বাসিন্দারা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন ওয়ার্ড কো-অর্ডিনেটররা। বহুতল আবাসন বা বাড়ির বাসিন্দাদের বলে দেওয়া হয়েছে, সকাল ১০টার আগে অর্ডার ও টাকা দিলে জিনিসপত্র পৌঁছে যাবে আবাসনে। উল্লেখ্য, মার্চের শেষে যখন লকডাউন শুরু হয়েছিল, তখনও বিভিন্ন জায়গায় স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটররা এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন। যদিও সেই সময় এই ধরনের গ্রুপের সঙ্গে থানার যোগসূত্র ছিল না। অতি সংক্রামিত এলাকার ওয়ার্ডগুলির কো-অর্ডিনেটররা বৃহস্পতিবার স্থানীয় থানার সঙ্গে বৈঠক করেন। নির্দিষ্ট এলাকার প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হয়েছে। এলাকায় অকারণে ঘোরাঘুরি বন্ধ করতে এই উদ্যোগ কিছুটা কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।