দেশ

আগামী ১৪ জুলাই রাত ৮টা থেকে ২২ জুলাই ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বেঙ্গালুরুতে

আগামী ১৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত কর্ণাটকের বেঙ্গালুরু শহরে সম্পূর্ণ লকডাউন বিধি জারি করলো কর্ণাটক সরকার। শনিবার কর্ণাটক প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। আচমকাই বেঙ্গালুরুতে সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই লকডাউনের সময় পুলিশকে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয় – করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে বেঙ্গালুরু শহর এবং গ্রামীণ অঞ্চলে ১৪ জুলাই রাত ৮টা থেকে ২২ জুলাই ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বিধি জারি থাকবে। এর আগে গত ৪ জুলাই বেঙ্গালুরুতে ৩৩ ঘণ্টার লকডাউন জারি করা হয়েছিলো।এর পাশাপাশি জানানো হয়েছে লকডাউন জারি থাকলেও অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। হাসপাতাল, মুদিখানা, ফল, সবজি বাজার খোলা থাকবে। খোলা থাকবে ওষুধের দোকান।