হেপাটাইটিস সি ওষুধেই করোনা সারানোর আশা দেখছেন ইরানের বিজ্ঞানীরা। রেমডেসিভির, ডেক্সামিথাসোন, টোসিলিজুমাবের মতোই করোনা রোগীদের রিকভারি ট্রায়ালে হেপাটাইটিস সি-এর চিকিত্সায় ব্যবহৃত দুটি ওষুধ ভাল কাজ করেছে বলেই দাবি বিজ্ঞানীরাদের। সোফাসবুভির এবং ডেকলাটাসভির – এই দুই ওষুধের কথাই সামনে এনেছেন ইরানের বিজ্ঞানীরা। এই দুই ওষুধের কম্বিনেশন ট্রায়াল করে দেখা গেছে, ৯৪% করোনা রোগীদের জ্বর ও শ্বাসকষ্ট কমেছে। এমনটাই দাবি গবেষকদের।