স্নাতক হলেই মেয়েদের পাসপোর্ট দেবে হরিয়ানা সরকার। কলেজ থেকেই ছাত্রীদের পাসপোর্ট তৈরির সমস্ত কাজ সেরে ফেলা হবে বলে ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। শনিবার ‘সকলের মাথায় হেলমেট’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের মেয়েদের শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক পরিকল্পনা রয়েছে সরকারের। তার মধ্যে অন্যতম হল, কলেজের গণ্ডি পেরনোর সঙ্গে সঙ্গে ছাত্রীদের পাসপোর্ট তৈরি করে দেওয়া। যাতে আগামীদিনে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ এলে তাঁদের কোনওরকম সমস্যায় পড়তে না হয়।’