দেশ

পালস অক্সিমিটার হল ‘সুরক্ষা কাবাচ’-এর মতো: কেজরিওয়াল

নয়াদিল্লিঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ফিঙ্গার পালস অক্সিমিটারগুলিকে ‘সুরক্ষা কাবাচ’ হিসাবে অভিহিত করেছেন। তাঁর কথায়, অক্সিমিটার দিল্লিতে হোম আইসোলেসন থাকা কোভিড -১৯ রোগীদের মৃত্যু হার কমাতে সহায়তা করছে। দিল্লিতে হোম কোয়ারান্টাইনে থাকা অ্যাসিম্পটমেটিক এবং মাইল উপসর্গ যুক্ত করোনা রোগীদের পালস অক্সিমিটার সরবরাহ করা হচ্ছে। তিনি এও বলেন, ‘অক্সিমিটার নামের এই সুরক্ষা কাবাচের মাধ্যমে দিল্লিতে করোনার রোগীদের মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি। রোগীর যদি অক্সিজেন মাত্রা হ্রাস পেয়ে থাকে, তখন দ্রুত আমরা রোগীর বাড়িতে অক্সিজেন সিলেন্ডার পাঠাছি অথবা তাকে হাসপাতালে ভর্তি করছি’। প্রসঙ্গত, ‘ফিঙ্গার পালস অক্সিমিটার’ এমন একটি ডিভাইস যা রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ করে। ‘ফিঙ্গার পালস অক্সিমিটার’ দেহের মধ্যে রক্তের অক্সিজেনের মাত্রা ও হার্ট রেট যথাযথভাবে পরিমাপ করে’। নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই সময়ে যারা শ্বাসকষ্টে ভুগছেন তাঁদের জন্য এই পণ্যটি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ দেহে রক্তের অক্সিজেন ও হার্ট রেট নিয়মিত পর্যবেক্ষণে থাকলে এজাতীয় রোগীকে বড় বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে। স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে অক্সিজেনের স্তর ৯০ শতাংশ বা তার নিচে পৌঁছে গেলে করোন ভাইরাসে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা দরকার।