নয়াদিল্লিঃ অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজারের উপর ১৮ শতাংশ হারে জিএসটি থাকবে। সম্প্রতি জিএসটি অথরিটি ফর অ্যাডভান্স রুলিং (এএআর)-এর গোয়া বেঞ্চ একথা জানিয়েছে। কয়েকটি সংস্থা আদালতে আবেদনে বলেছিল, স্যানিটাইজারের ক্ষেত্রে ১২ শতাংশ হারে জিএসটি ধার্য হওয়া উচিত। পাশাপাশি, তারা জানতে চেয়েছিল, বর্তমানে করোনা মহামারীর সময় হ্যান্ড স্যানিটাইজারকে যেহেতু অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে। তাই হ্যান্ড স্যানিটাইজারকে জিএসটির আওতার বাইরে রাখা যায় কি না, তাও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বেঞ্চ স্পষ্টই জানিয়েছে, এই স্যানিটাইজারটি অ্যালকোহল মিশ্রিত। তাই এই স্যানিটাইজারের উপর ১৮ শতাংশ জিএসটি দিতেই হবে। একই সঙ্গে বলা হয়েছে, সরকারিভাবে হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় উল্লেখ করা হয়েছে ঠিকই। কিন্তু, জিএসটি আইন অনুযায়ী, তাদের কাছে কর ছাড়ের অন্য তালিকা আছে। এদিকে, সাবান, ডেটলের মতো জীবাণুনাশকের উপরেও জিএসটি ১৮ শতাংশ করল কেন্দ্রীয় সরকার। বুধবার অর্থমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, স্যানিটাইজার এবং অন্যান্য সামঞ্জস্যপূর্ণ পণ্যের জিএসটি কমালে দেশের শুল্ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।