কলকাতা দেশ

‘বিশ্বকে বলুন, বাংলায় বিনা পয়সায় করোনা চিকিৎসা হয়’, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন মমতা

আজ প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত আইসিএমআর-এর তিনটি বিশেষ ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই তিনটির মধ্যে একটি কলকাতায় । বাকি দুটির একটি নয়ডায় ও অন্যটি মুম্বইতে। তখন ভার্চুয়াল ওই অনুষ্ঠানে ছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও । ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে রাজ্যের কোরোনা সংক্রান্ত খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “বিশ্বকে বলুন, আপনার দেশের একটি রাজ্য বিনা পয়সায় কোরোনার চিকিৎসা করাচ্ছে ।” পাশাপাশি তিনি আরও বলেন, “রাজ্য সরকার এখনও পর্যন্ত কোরোনা পরিস্থিতি মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে । রাজ্যে এখন মোট ৮১টি কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে । কিন্তু রাজ্যে সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আরও বেশি সংখ্যায় ল্যাবরেটরির প্রয়োজন । রাজ্যে বর্তমানে সেফ হাউজ রয়েছে ১০৬ টি ।” রাজ্যে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৮০ শতাংশই কোমর্বিডিটির জন্য হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা ও সর্বক্ষণের জন্য হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান তিনি । এছাড়া রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় পৃথক তহবিলের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী । রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে থেকে করোনা মোকাবিলায় ব্যয় করা সম্ভব নয় । বিহার ও অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । বাংলাতেও নদীর সংখ্যা বেশি । এই পরিস্থিতিতে রাজ্যের তহবিল শেষ হয়ে গেলে সমস্যায় পড়বে বাংলা । রাজ্য সরকার এখনও পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকা খরচ করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের জন্য পৃথক কোরোনা মোকাবিলা তহবিলের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী । ঘূর্ণিঝড় আমফানে এক কোটি টাকার আর্থিক সাহায্য দিয়েছে কেন্দ্র । কিন্তু কেন্দ্রের কাছে এখনও ৫১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের । এই বকেয়া টাকা মিটিয়ে দিলে রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সুবিধা পাওয়া যাবে বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী । তাই ওই বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।