কলকাতাঃ উত্তরবঙ্গে আরও ২দিন ভারী বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গে প্রায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। পাশাপাশি বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত থাকায়, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে আসছে। এর ফলে উত্তরবঙ্গের জেলা, বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি কলকাতাতে আজ বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।