জেলা

যশোর রোডে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেল ট্রাভেলার

যশোর রোডে উল্টে গেল ট্রাভেলার গাড়িটি। একটি সাইকেলকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে সোজা উল্টে যায় ট্রাভেলারটি। আজ সকালে বাস বিমানবন্দর ২ এর কাছে যশোর-রোড উপর দিয়ে যাচ্ছিল। এর মাঝেই একটি সাইকেল ওভারটেক করায় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি গিয়ে সোজা রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে সোজা উল্টে যায়।