কলকাতা

সাধারণ মানুষের সমস্যা নিরসণ করে বিশেষ পুরস্কার পেল মুখ্যমন্ত্রীর দপ্তর

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ সাধারণ মানুষের সমস্যা শুনে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ করে তা নিরসণ করে বিশেষ পুরস্কার পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। নয়াদিল্লির একটি সংস্থা মুখ্যমন্ত্রীর দপ্তরকে এই বিশেষ পুরস্কারটি দিয়েছে। স্কচ ফাউন্ডেশন রাজ্য সরকারকে দেশের মধ্যে সর্বোচ্চ ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম সম্মানে ভূষিত করেছে। গতকাল নতুন দিল্লিতে ৬৬ তম স্কচ সম্মেলনে এই ঘোষণা করা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এই বছর স্কচ প্লাটিনাম সম্মানের জন্য বিভিন্ন বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার মনোনয়ন জমা পড়েছিল। উল্লেখ্য গত বছর রাজ্যে এই জন অভিযোগ কেন্দ্র চালু হওয়ার পর থেকে যে আট লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছে তার ৯৫ শতাংশের মীমাংসা করা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে।উল্লেখ্য ২০১৪ সালেও একবার এই পুরস্কার পেয়েছিল রাজ্য সরকার।