আজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের গ্র্যান্ড ফাইনাল ছিল। সেই ফাইনালেরই সূচনা হয় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য দিয়ে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হল দেশব্যাপী এমন একটি উদ্যোগ যা শিক্ষার্থীদের আমাদের প্রতিদিনের জীবনের চাপ নিরশন ও কঠিন পরিস্থিতিতে কিছু সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম। এবছরের হ্যাকাথনে মোট ৪.৫ লক্ষ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। ফাইনালে ১০ হাজারেরও বেশি ছাত্র অংশ নিচ্ছে। কেন্দ্রীয় সরকার থেকে ৩৭টি, রাজ্য থেকে ১৭টি ও বিভিন্ন ইন্ডাসট্রি থেকে ২০টি প্রশ্ন সহ মোট ২৪৩টি প্রশ্নের জবাব খুঁজতে শুরু হবে এই হ্যাকাথলন প্রতিযোগিতা। এদিন অনুষ্ঠানে প্রতিযোগীদের একাধিক বিষয়ে গবেষণা ও সমস্যা সমাদানের কথা শোনেন প্রধানমন্ত্রী।