ফের বন্ধ হচ্ছে বেলুড়মঠ। চারপাশে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় আগামীকাল ২ অগস্ট রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ভক্ত ও দর্শনার্থীদের বেলুড়মঠে প্রবেশ বন্ধ করা হচ্ছে। এ কথাই জানালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বেলুড় মঠ।