রাজ্যে সংক্রমণ রুখতে সাপ্তহে ২দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে সেই তালিকায় রয়েছে ৫ অগাস্ট দিনটি। ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। নির্দিষ্ট এই অনুষ্ঠানের দিনটিতে সম্পূর্ণ লকডাউনের বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন, “আমি সরকারের কাছে আবেদন করেছি ৫ অগাস্ট দিনটি পুনর্বিবেচনার আর্জি করেছি। এমনিতেই বেশ কয়েকবার সম্পূর্ণ লকডাউনের দিনের পরিবর্তন করেছে। তাই পূর্ণ লকডাউনের দিনটি ৫ অগাস্ট বাতিলের আবেদন জানাচ্ছি। ওই দিনটির পরিবর্তে অন্য কোনও দিন সম্পূর্ণ লকডাউনের জন্য ঘোষণা করা হোক। আজকেই ঘোষণা করা হোক ৫ অগাস্টের পরিবর্তে কবে সম্পূর্ণ লকডাউন পালন করা হবে।” তাঁর দাবি, “মানুষ লকডাউন মানতে রাজি রয়েছে, সকলে লকডাউনের তাত্পর্যও বুঝেছে। ৫ অগাস্ট একটি ঐতিহাসিক দিন। এই সংকটের সময় আমরা চাইনা কেউ মনে যেন কষ্ট না পান। তাই মানুষের যে আবেগ সেটা যেন বহি:প্রকাশ হতে পারে, তার জন্যই আমি এই আবেদন জানাচ্ছি।”