করোনা জেরে নতুন শিক্ষাবর্ষ নিয়ে দিশাহীন প্রতিটা রাজ্যে। এই অবস্থায় নতুন করে ফের কবে স্কুল-কলেজ পুরোদমে খুলতে পারে তার দিশা দিতে পারছেন না কেউই। এদিকে সোমবার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন বিকল্প শিক্ষাবর্ষ সূচি প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল। এদিকে সদ্য প্রকাশি প্রকাশিত নতুন শিক্ষাবর্ষ সূচীতে দেখা যাচ্ছে আগামী আট সপ্তাহের জন্য বিষয় ভিত্তিক নির্দেশাবলী দেওয়া হয়েছে কেন্দ্রে তরফে। পাশাপাশি করোনাকালীন শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও একাধিক সোশ্যাল মিডিয়া টুল ব্যবহার করে শিক্ষকেরা কী ভাবে শিক্ষাদান করতে পারেন সেই বিষয়েও একাধিক পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। এদিন নতুন শিক্ষাসূচী সম্পর্কিত একটি টুইটও করেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। করোনকালে অনলাইন শিক্ষার বিভিন্ন দিকের কথা মাথায় রেখেই কি ভাবে পড়ুয়া থেকে অভিভাবক ও শিক্ষকেরা নিজেদের সাধ্যমতো শিক্ষব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই বিষয়ের উপরেই নতুন শিক্ষাবর্ষ সূচীতে জোর দেওয়া হয়েছে বলে টুইট বিবৃতিতে জানান শিক্ষামন্ত্রী।