কলকাতাঃ নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সর্তকতা জারি হল দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের আট জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে কলকাতাতেও। এই পরিস্থিতিতে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,বীরভূম উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি ,দক্ষিণবঙ্গের এই আট জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা র য় আগামী ২৪ ঘণ্টায়। কলকাতাতেও দু-এক পশলা ভারী বৃষ্টির সর্তকতা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও।বুধবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু জেলায় আজ বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল ও পরশু অর্থাত্ বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি জেলায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।