কলকাতা: চলে গেলেন শিশু সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ৮২ বছর বয়সে মারণ ভাইরাসের কাছে হেরে গেলেন তিনি। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত কয়েক দিন ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যেয় মারা যান তিনি। শিশু সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অসংখ্য বিখ্যাত বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ করে সেগুলি পৌঁছে দিয়েছেন বাঙালি পাঠকদের দরবারে। শুধু কবিতা বা গদ্যই নন, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছেন বহু নাটকও। শিশুসাহিত্যে তাঁর অনুবাদ করা জুল ভার্নের গল্প বাংলা সাহিত্যের সম্পদ। ল্যাটিন সাহিত্যেক গার্সিয়া মার্কেজের ম্যাজিক রিয়্যালিজমের সঙ্গেও বাঙালির পরিচয় করিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, মার্কেজ নোবেল পুরস্কার পানন ১৯৮২ সালে। তখনই বিশ্ব চেনে মার্কেজকে। কিন্তু তার অনেক আগেই ১৯৭০ সালে তাঁর লেখা অনুবাদের কাজে হাত দেন মানবেন্দ্রবাবু। অনুবাদ করেন ‘কর্নেলকে কেউ চিঠি লেখে না।’