সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার। এদিকে, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে তলব করল ইডি। আগামী ৭ অগাস্ট তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। আর্থিক তছরুপের মামলায় রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সিবিআই তদন্তের আর্জি মেনে নিয়েছে কেন্দ্র, এদিন সুপ্রিম কোর্টে তা জানিয়ে দেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। সর্বোচ্চ আদালতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার শুনানি হয়। আদালত মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে এই মামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে। এই মামলা সংক্রান্ত জবাবদিহির জন্য মহারাষ্ট্র, বিহার, কেন্দ্র ও রাজপুত পরিবারকে তিন সপ্তাহ সময় দিয়েছে। এই শুনানি চলাকালীনই সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সিবিআই তদন্তের সুপারিশ মেনে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।